প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানির জন্মদিনে বাড়িতে গিয়ে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা মোদির

মঙ্গলবার এল কে আদবানির জন্মদিনে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাস্য মুখে যে ভঙ্গিতে পালটা মোদিকে আপ্যায়ন করলেন আদবানি। মঙ্গলবার ৮ নভেম্বর ৯৫ বছর পূর্ণ করলেন আদবানি। জন্মদিনে প্রবীণ নেতার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান মোদি। সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সোশ্যাল মিডিয়ায় আদবানির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন মোদি। ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, আদবানির হাতে লাল গোলাপের তোড়া তুলে দিচ্ছেন মোদি। খোলা আকাশের নিচে, সবুজ ঘাসের উপর পাশাপাশি চেয়ার-টেবিলে বসে থাকতে দেখা গিয়েছে দু’জনকে। একটি ছবিতে আদবানির অন্য পাশে বসে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মোদির সঙ্গে সাক্ষাতের ছবিতে প্রসন্ন চিত্তের আদবানিকে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় আদবানির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে মোদি লেখেন, ‘আদবানিজির জন্মদিনে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালাম। ভারতের প্রগতিতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। মেধা ও দৃরদৃষ্টির জন্য গোটা দেশে তিনি শ্রদ্ধেয়। বিজেপিকে শক্তিশালী করে তুলতে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি।’

বর্তমানে, বিজেপির শীর্ষনেতাদের প্রায় সকলেই হিমাচল প্রদেশ এবং গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত। তার মধ্যেই টুইট করে লালকৃষ্ণ আদবানিকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-রা। হিন্দিতে করা টুইটে জেপি নাড্ডা বলেছেন, ‘দেশ এবং সংগঠনের প্রতি আপনার অবদান আমাদের কাছে অনুপ্রেরণার’। আর অমিত শাহ টুইট করেছেন, ‘আদবানিজির নিরলস প্রচেষ্টায় গোটা দেশে দল শক্তিশালি হয়েছে। সরকারের অংশ হিসেবে দেশের উন্নয়নেও তিনি অভূতপূর্ব অবদান রেখেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + nineteen =