নয়াদিল্লি : শ্রীলঙ্কা থেকে ভারতে আসার পথে, আকাশপথে রাম সেতুর দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাও আবার রামনবমী দিন।
রামনবমীতে বিশেষ সৌভাগ্য হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিজের সেই মনের কথা টুইটারে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার একটি ভিডিও আপলোড করে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “কিছুক্ষণ আগে শ্রীলঙ্কা থেকে ফেরার পথে, রাম সেতুর দর্শন লাভের সৌভাগ্য হয়েছিল।
আর, একটি ঐশ্বরিক ঘটনা হল, অযোধ্যায় সূর্য তিলকের একই সময়ে এটি ঘটেছিল। উভয়ের দর্শন লাভের সৌভাগ্য হয়েছে। প্রভু শ্রী রাম আমাদের সকলের জন্য এক ঐক্যবদ্ধ শক্তি। তাঁর আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকুক।”