মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডিকে তাক লাগানো উপহার ও ১০ দান দিলেন মোদি

তিন দিনের মার্কিন সফরে বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। রাষ্ট্রনেতাদের সৌজন্যে সাক্ষাতে বাইডেন এবং ফার্স্ট লেডিকে তাক লাগানো উপহারও দিলেন ভারতের প্রধানমন্ত্রী। তার মধ্যে ছিল সবুজ হিরে, চন্দনকাঠের বাক্স ইত্যাদি।

রাষ্ট্রনেতাদের সৌজন্য সাক্ষাতে উপহার আদানপ্রদানের রেওয়াজ বহুদিনের। যা আদতে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককে মজবুত করে। ভারতীয় প্রধানমন্ত্রীরা বিদেশি রাষ্ট্রনেতাদের ভারতের বিভিন্ন প্রান্তের শিল্পী ও কারিগরদের তৈরি করা শিল্পকর্ম উপহার হিসাবে দিয়ে থাকেন। এদিন বাইডেন-মোদি সাক্ষাতের সময় মোদির সঙ্গী ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আমেরিকার তরফে ছিলেন জ্যাক সুলিভ্যান।

মার্কিন ফার্স্ট লেডিকে একটি সাড়ে ৭ ক্যারেটের সবুজ হিরে উপহার দিয়েছেন মোদি। যা প্রাকৃতিক হিরের মতো দেখতে হলেও আসলে গবেষণাগারে তৈরি। হিরে রাখাছিল পেপার ম্যাশ দিয়ে তৈরি কাশ্মীরি নকশা করা বাক্সে। পাশাপাশি বাইডেনকে একটি চন্দনকাঠের বাক্স উপহার দেন মোদি। তাতে রয়েছে রূপোর তৈরি গণেশ মূর্তি, এই মূর্তি আবার তৈরি করেছেন কলকাতার স্বর্ণকার পরিবার, যারা পাঁচ প্রজন্ম জুড়ে এই কাজ করছেন, একটি প্রদীপ এবং ‘দশ দানম’ বা দশ দান। বেদে যে ‘দশ দানমে’র উল্লেখ করা হয়েছে, তা মেনে –

১. মার্কিন প্রেসিডেন্টকে রুপোর বাক্স উপহার দেওয়া হয়েছে।

২. গোদানের পরিবর্তে পশ্চিমবঙ্গের দক্ষ শিল্পীদের কাছ থেকে রুপোর নারকেল তৈরি করা হয়েছে, যা প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেওয়া হবে।

৩. তিলদান করতে তামিলনাড়ু থেকে সাদা তিল প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেওয়া হয়েছে।

৪. স্বর্ণদান করতে রাজস্থান থেকে ২৪ ক্য়ারেটের সোনার কয়েন উপহার দেওয়া হয়েছে।

৫. গুড়দান করতে মহারাষ্ট্রের গুড় উপহার দেওয়া হয়েছে।

৬. বস্ত্রদানের জন্য় ঝাড়খণ্ডের হাতে বোনা তসর সিল্ক উপহার দেওয়া হয়েছে।

৭. ধানদান হিসাবে উত্তরাখণ্ডের সরু চাল উপহার দেওয়া হয়েছে প্রেসিডেন্ট বাইডেনকে।

৮. লবণদান করতে গুজরাত থেকে আনানো লবণও উপহার দেওয়া হয়েছে প্রেসিডেন্ট বাইডেনকে।

৯. ঘি দান করতে পঞ্জাব থেকে আনা ঘি  উপহার দেওয়া হয়েছে।

১০.  রুপোদান করতে ৯৯.৫ শতাংশ খাঁটি রুপোর কয়েন, যা রাজস্থানের শিল্পীরা বানিয়েছেন, তা উপহার দেওয়া হয়েছে।

এই ১০ দান দেওয়া হয় সেই মানুষকে যিনি দীর্ঘ জীবনে এক হাজারটি পূর্ণিমার চাঁদ দেখার সৌভাগ্য অর্জন করেছেন। অর্থাৎ কিনা তাঁর বয়স হতে হবে ৮০ বছর ৮ মাস। মোদিকে পালটা উপহারও দিয়েছেন বাইডেনও। সেগুলি হল একটি আমেরিকান বুক গ্যালারি, একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরা, আমেরিকান বন্যপ্রাণীর ছবি এবং স্বয়ং কবির স্বাক্ষর-সহ রবার্ট ফ্রস্টের কবিতাসংগ্রহের প্রথম সংস্করণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =