গুজরাতের মোধেরাকে দেশের প্রথম সৌরশক্তির গ্রাম ঘোষণা মোদির

রবিবার গুজরাতের (Gujarat) মেহসানা জেলার (Mehsana District) মোধেরাকে দেশের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম (Solar Power Village) ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে এই গ্রামে দেশের অন্যতম বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প (Solar Power Project) গড়ে তোলা হয়েছে। তবে শুধু এই প্রকল্পই নয়, রবিবার শুরু হওয়া তিনদিনের গুজরাত সফরে মোট ১৪ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্প জাতীর উদ্দেশে উৎসর্গ করবেন মোদি।

তিন দিনের গুজরাত সফরে সোমবার ভারুচ, আমদাবাদ এবং জামনগর সফর করবেন মোদি। ভারুচে ৮,০০০ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করবেন। পরদিন আমদাবাদের হাসপাতালে নতুন প্রকল্প উদ্বোধন করবেন। এইসঙ্গে গুজরাতের মোধেশ্বরী মাতা মন্দির এবং সূর্য মন্দির পরিদর্শন করবেন। প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশের শ্রী মহাকালেশ্বর মন্দিরও দর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

এদিন মোদি বলেন, ‘সূর্য মন্দিরের জন্য পরিচিত মোধেরা এবার সৌরশক্তিতে অগ্রগতির জন্য পরিচিত হবে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মোধেরার জন্য ঐতিহাসিক দিন আজ। কারণ এই দিনে সৌরশক্তি ব্যবহারে বড় পদক্ষেপ করল মোধেরা।’ তিনি আরও জানান, এবার থেকে মোধেরার বাসিন্দারা বিদ্যুতের জন্য আর পয়সা দেবে না, বরং বিদ্যুৎ বিক্রি করে তারা উপার্জন করবেন। প্রধানমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে পর্যন্ত সরকার নাগরিকদের বিদ্যুৎ সরবরাহ করত। এখন নাগরিকরা তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবেন।’

উল্লেখ্য, মোধেরা সূর্য মন্দির থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে সুজনপুরায় একটি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ১ হাজার ৩০০ সোলার সিস্টেম (Rooftop Solar Systems) গড়ে তোলা হয়েছে এই প্রকল্পে। এর মাধ্যমে মোধেরা সূর্য মন্দির এবং শহরে চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। যা কেন্দ্র-রাজ্যের যৌথ প্রকল্পে সম্ভব হয়েছে। এই প্রকল্পে দুই ধাপে রাজ্য এবং কেন্দ্র পঞ্চাশ শতাংশ করে ৮০.৬৬ কোটি টাকা ব্যয় করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + three =