কংগ্রেসকে ‘মরচে পড়া লোহার’ সঙ্গে তুলনা করলেন মোদি

কংগ্রেসকে ‘মরচে পড়া লোহার’ সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মধ্যপ্রদেশে ‘কার্যকর্তা মহাকুম্ভ’ শুরু করেছে বিজেপি। এই কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদি। এই অনুষ্ঠানেই কংগ্রেসকে আক্রমণ শানালেন তিনি। কংগ্রেসের সঙ্গে ‘শহুরে নকশালপন্থী’দের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন মোদি।

মোদি বলেন, ‘স্বাধীনতার পর থেকে দীর্ঘ দিন ওই দল মধ্যপ্রদেশকে শাসন করেছে। তাদের আমলেই মধ্যপ্রদেশকে ‘বিমারু রাজ্যে’ (উন্নয়ন এবং অর্থনীতির নিরিখে দুর্বল রাজ্য) পরিণত করেছিল।’ বিজেপির দু’দশকের শাসনে মধ্যপ্রদেশের অর্থনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলেও দাবি করেন মোদি। সেই সঙ্গে তিনি বলেন, ‘কেন্দ্রে বিজেপির শাসনে ১৩ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষ দারিদ্রসীমার ঊর্ধ্বে উঠেছেন।’

মানুষের প্রত্যাশা পূরণে অক্ষম হওয়ার কারণেই কংগ্রেস রাজনৈতিক ভাবে স্থবির হয়ে পড়েছে বলে দাবি করে মোদির মন্তব্য, ‘কংগ্রেস এবং তার সহযোগীরা কেন্দ্রে ক্ষমতায় এলে মহিলা সংরক্ষণ বিলও হিমঘরে চলে যাবে।’ এর পরেই কংগ্রেসকে মরচে পড়া লোহার সঙ্গে তুলনা করে মোদির মন্তব্য, ‘এখনও ওই দল শুধু দুর্নীতি, দারিদ্র এবং তোষণের প্রতীক।’

বস্তুত, ভোটের মধ্যপ্রদেশে গিয়ে সে রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ‘জনমুখী প্রকল্পের’ চেয়েও সোমবার মোদির বক্তৃতায় বেশি প্রাধান্য পেয়েছে সর্বভারতীয় রাজনীতির প্রসঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =