সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর শীষ’ বৈঠকে নাম না করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে হাজির ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনষ চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁদের উপস্থিতিতেই মোদি নাম না করে বলেন, কিছু দেশ সীমান্ত পারের সন্ত্রাসের ঘাঁটি হয়ে উঠেছে।
এসসিও বৈঠকে এই প্রথম বার সভাপতিত্ব করলেন ভারতীয় প্রধানমন্ত্রী। তাঁর সভাপতিত্বে মঙ্গলবার ওই ভার্চুয়াল শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করেন পাকিস্তান-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। সেখানে মোদি বলেন, ‘আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় অন্তরায় হল সন্ত্রাসবাদ। আমাদের তার বিরুদ্ধে লড়তে হবে।’ এর পরেই পাকিস্তানের নাম না-করে তাঁর মন্তব্য, ‘কিছু দেশের নীতিই হল সীমান্ত পারের সন্ত্রাসকে মদত দেওয়া। তাদের নিন্দা করার ক্ষেত্রে কোনও দ্বিধা থাকা উচিত নয়।’ আফগানিস্তান পরিস্থিতিও এসেছে তাঁর বক্তৃতায়। সরাসরি তালিবানের নাম না-করে মোদি বলেছেন, ‘আফগান পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে আমাদের নিরাপত্তার উপর।’
মঙ্গলবার একই ভাবে নাম না-করে ইসলামাবাদকে নিশানা করে মোদির মন্তব্য, ‘সন্ত্রাসের মোকাবিলার ক্ষেত্রে কোনও দ্বিচারিতা থাকা উচিত নয়। সে ক্ষেত্রে ব্যর্থ হবে মূল উদ্দেশ্যই।’