ডিএ নিয়ে নয়া প্রতিবাদ কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, স্বচ্ছভাবে নিয়োগ এবং যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে শহিদ মিনারের পাদদেশে ধরনায় আন্দোলনকারীরা। বুধবার তাঁদের ধরনা ৬২তম দিনে পা রাখে। এদিকে এর সঙ্গে কিছুদিন আগেও চলছিল অনশন কর্মসূচি। তবে সেই অনশন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। অনশন প্রত্যাহার করলেও আন্দোলন যে তাঁরা চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছিলেন তাঁরা। তবে বুধবার ফের এক ‘অন্য অনশন কর্মসূচি’ নিতে নেন আন্দোলনকারীরা। বলা যেতেই পারে এ প্রতিবাদের আরও এক নতুন ভাষা। যার মধ্য লুকিয়ে এক তীব্র কটাক্ষ।
এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হয়, ‘এর আগে ঐতিহ্য, পরম্পরা মেনে, বিখ্যাত মানুষজনদের মতাদর্শ সামনে রেখে আমরা অনশন করেছি। আমার নিজের ওজন অনেক কমে গিয়েছে। কিন্তু, এদিন যাঁরা অনশন করছেন তাঁরা জল খাবেন না, তাঁরা ফলের রস খাবেন, পিৎজা খাবেন। আমরা চাই তাঁদের ওজন বেড়ে যাক।’
এদিকে আবার এই দিনই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বুধবার আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যৌথ সংগ্রামী মঞ্চের তরফে আন্দোলনকারী এই প্রসঙ্গে এও জানান, ‘যদি কেন্দ্রের আর্থিক বঞ্চনার জন্যই আমাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব না দেওয়া তা শ্বেতপত্র দিয়ে জানিয়ে দিক রাজ্য। সেক্ষেত্রে আমরা কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামব।’
এদিকে আবার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই লড়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। গত বছর কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু, এই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আগামী মাসে সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 11 =