নিজস্ব প্রতিবেদন, আসানসোল: গোরু পাচারের বিরোধ করায় প্রাক্তন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল কুলটির বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে।
কুলটি থানার অন্তর্গত নিয়ামাতপুর ফাঁড়িতে রবিবার এই বিষয়ে এক অভিযোগ দায়ের করা হয়। যেখানে প্রাক্তন বিজেপি কর্মী বিভাস সিংয়ের দাবি, মেরি মাটি মেরা দেশ নামের এক সংস্থার পক্ষ থেকে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে তাঁর সঙ্গে অন্যান্য বিজেপি কর্মীদেরও আমন্ত্রণ করা হয়। তাঁকে বিশেষত আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপির সিনিয়র নেতা তথা কিষান মোর্চার প্রাক্তন সভাপতি বিবেকানন্দ ভট্টাচার্য। এই অনুষ্ঠানে বিজেপি বিধায়কের ছেলে কেশব পোদ্দার ও তাঁর অনুগামীরা হঠাৎই তাঁর ওপর চড়াও হয়ে পড়েন। ওই সময় তিনি তাঁর গাড়িতে চাপতে যাচ্ছিলেন। সেই সময়েই পাশে পড়ে থাকা ডাণ্ডা দিয়ে তাঁকে মারা হয়। কেশব পোদ্দার নিজেও তাঁর ওপর হাত চালান বলে অভিযোগ।
আরও অভিযোগ, কেশব পোদ্দার ওই এলাকা থেকে সরে যাওয়ার আগে তাঁর অনুগামীদের বলে যান, ‘আমি যাচ্ছি, তোরা বিষয়টা দেখে নিস।’ এমনকি তাঁকে সিংকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এর পরেই বিভাস সিং নিজে নিয়ামাতপুর ফাঁড়িতে অভিযোগ জানান। পুলিশ অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।