নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: কাদার ওপর দিয়ে হাঁটছেন বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে বিষয়টি নিয়ে সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে তিনি সেই ভিডিও পোস্ট করতেই রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করে।
ভাতারের কালুকতাক গ্রামে শনিবার পঞ্চায়েত ভোটের প্রচার করতে গিয়ে বিধায়ককে কাদা রাস্তায় হাঁটান গ্রামবাসীরা। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুকতাক গ্রামে শনিবার ভোটের প্রচার করতে গিয়েছিলেন ভাতার বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। গ্রামে ঢুকতেই প্রথমে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। পরে তাঁরা কী সমস্যায় রয়েছেন, তা দেখানোর জন্যই গ্রামবাসীরা বিধায়ককে কাদা রাস্তায় হাঁটান।
তবে এ বিষয়ে বিধায়ক সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি। গ্রামের বাসিন্দা মরিয়ম বিবির অভিযোগ, বাম জমানায় যদিও রাস্তা মেরামত করা হত। তৃণমূলের জমানায় কিছুই হয়নি। তিনি জানান, এমনিতেই রাস্তার বেহাল দশা। এখনও ঢালাই হয়নি। এদিকে বর্ষা শুরু হতেই গোটা রাস্তায় জল জমার পাশাপাশি কাদা জমে গিয়েছে। বহুবার মেরামত করতে বলা হলেও কোন কিছুই হয়নি বলে তাঁর অভিযোগ। তাই বাধ্য হয়ে শনিবার ওই এলাকার তৃণমূলের বিধায়ক প্রার্থীর সমর্থনে প্রচারে আসতেই তাঁকে ওই কাদা রাস্তায় হাঁটানো হয় বলেই জানান তিনি।