কলকাতা: বুধবার রাজারহাটের ইকোপার্কে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলে রাজারহাট নিউটাউনের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ওই বিধায়ক অভিযোগ করেন, ‘গত বছরেও এই অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো জানানো হয়নি। এই ঘটনা প্রবাহে তিনি মর্মাহত। দলে তাঁর কোনও সম্মান নেই। কথা বলার কোনও জায়গা নেই।’
তিনি বলেন, ‘দু’বছর ধরেই দলে আমার কোন স্ট্যাটাস নেই। একটা দলে চাকর আর বাবু, আর দলে আমার স্ট্যাটাসটা চাকরের কাজ। চাকরদের সম্মান জানিয়ে বলছি, আমি চিরকাল শ্রমজীবী মানুষের লড়াই করেছি।’ একরাশ ক্ষোভে উগরে তিনি বলেন, ‘যারা ২০২১ সাম্প্রদায়িকতাকে সমর্থন করেছিলেন, দিদিকে বেগম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তারা নানান কারণে স্থান পেয়ে যান। স্থান পান না আমার মতো লোকেরা।’ একইসঙ্গে তাঁর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অনুপ্রেরণায় একুশের বিধানসভা ভোটে ৫৬ হাজার ভোটে জিতেছি। নিউটাউনের ইতিহাসে কেউ কখনো এত ভোটে জিততে পারেনি।
আমি ৩৯ বছর ধরে জনপ্রতিনিধিত্ব করছি রাজারহাটে। ৪৬ বছরে আমার রাজনৈতিক দল। সেখানে দাঁড়িয়ে আমি সম্মানটাই চাই। কিন্তু আমার কোন কথা বলার সুযোগ নেই। কীভাবে কথা বলতে হয় দলে আমার জানা নেই। সিপিএম থেকে আসার পর যদি আমার সততা নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে আমার কিছু করার নেই।’