ধর্মঘটের মিশ্র প্রভাব কলকাতা থেকে জেলায়

বকেয়া ডিএ, রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। শহর-জেলা জুড়ে ধর্মঘটের আঁচ। স্কুলে স্কুলে কর্মবিরতি শিক্ষকদের। ফেরিঘাটেও ধর্মঘটের প্রভাব পড়বে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। জরুরি পরিষেবা ছাড়া সরকারি কর্মচারীরা কোন কাজ করবেন না, জানিয়েছে যৌথ মঞ্চ। ধর্মঘট সফল করতে নাছোড়বান্দা সরকারি কর্মীরা। এদিন ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকারও। অনুপস্থিত থাকলে কর্মজীবনে ছেদ পড়বে। এদিকে শুক্রবার ধর্মঘটের মিশ্র প্রভাব শহর কলকাতায়। আপাতত স্কুলে শিক্ষকদের  উপস্থিতিতে প্রভাব পড়েনি, এমনটাই সূত্রে খবর। সরকারি প্রাথমিক স্কুলেও শিক্ষকরা এসেছেন। তবে কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রভাব পড়বে বলে মত শিক্ষামহলের। মূলত বিরোধী ছাত্র সংগঠনগুলো ক্লাস করবে না। তবে শুক্রবার সকালে কলকাতায় বাস পরিষেবা বা স্বাভাবিকই বলা যেতে পারে। রাস্তায় সরকারি বাস বেশ ভালই দেখা গিয়েছে। তাতে যাত্রী পরিষেবাও স্বাভাবিক। এদিকে এদিনের আন্দলেন সিপিএমের তরফ থেকে নৈতিক সমর্থন জানানো হয়।

এদিকে জেলায় জেলায় ডিএ আন্দোলন নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। তাতে নজরে আসছে এই আন্দোলনে দ্বিধাবিভক্ত তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত বহু সরকারি কর্মী। একদিকে ডিএ নিয়ে অধিকারের লড়াইয়ে থাকতে চাইছেন তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত সরকারি কর্মীরা। অন্যদিকে শাসক দলের সংগঠনের একাংশ সরাসরি বিরোধিতায় নামছে বলে খবর মিলেছে মালদহ শহরে। এদিকে ডিএ আন্দোলন নিয়ে জমায়েত, মিছিলের আয়োজন চলছে বহু জায়গায়। পোস্টার, প্ল্যাকার্ড ছিঁড়ে আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে আন্দোলনের বিরোধিতা যারা করছেন তাঁদেরকেও ডিএ আন্দোলনে আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমর্থনকারীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =