
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হলেন মিঠুন মানহাস। জম্মু-কাশ্মীদের এই ক্রিকেটার প্রথম শ্রেনির ক্রিকেটে মূলত খেলেছেন দিল্লির হয়ে। বলা যায়, ভুল প্রজন্মে জন্মেছিলেন তিনি! দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন ছিল না। তারপরও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ হয়নি। সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যাটার মিডল অর্ডারে। সুযোগ পাবেনই বা কী করে! প্রথম শ্রেনির ক্রিকেটে অবশ্য দেড়শোর বেশি ম্যাচ খেলেছেন। লিস্ট এ এবং টি-টোয়েন্টি ক্রিকেটও খেলেছেন। অধরা রয়েছে দেশের জার্সিতে খেলা। এ বার ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে সেই মিঠুন মানহাস।
অগস্ট মাস থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ খালি। ভারতের প্রথম বিশ্বজয়ী দলের সদস্য রজার বিনি ছিলেন দায়িত্বে। অগস্টে সরে দাঁড়ান। অন্তর্বর্তী সময়ে দায়িত্ব সামলান ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। বোর্ডের ৩৭তম সভাপতি হিসেবে নির্বাচিত হলেন দিল্লির প্রাক্তন ক্যাপ্টেন মিঠুন মানহাস। ভাইস প্রেসিডেন্ট পদে থাকলেন রাজীব শুক্লাই। এ ছাড়া সচিব পদে রইলেন দেবজিৎ সইকিয়া। এ বারের কমিটিতে আরও এক প্রাক্তন ক্রিকেটার রয়েছেন। কর্নাটকের প্রাক্তন স্পিনার রঘুরাম ভাট কোষাধ্যক্ষ পদে এলেন। এই পদে ছিলে প্রভতেজ সিং। তিনি যুগ্ম সচিব হলেন।
বোর্ডের সাধারণ সভার পর মিঠুন মানহাস বলেন, ‘বিশ্বের সেরা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে পারা গর্বের। পাশাপাশি অনেক বড় দায়িত্বও। কথা দিচ্ছি, আমি সর্বস্ব দিয়ে আরও ভালো করার চেষ্টা করব।’ গত পাঁচ বছর জম্মু-কাশ্মীর ক্রিকেট সংস্থায় ছিলেন। ক্রিকেট প্রশাসনে নতুন নন মিঠুন। সেটাই তাঁর পক্ষে গিয়েছে বলে জানান নতুন প্রেসিডেন্ট। অক্টোবরে ৪৬ বছরে পড়বেন মিঠুন। ১৫৭টি প্রথম শ্রেনির ম্যাচে করেছেন ৯৭১৪ রান। এ ছাড়াও ১৩০ লিস্ট এ ম্যাচে ৪১২৬ রান এবং ৯১ টি-টোয়েন্টি ম্যাচে ১১৭০ রান করেছেন।

