শট বাছাইয়ে গলদ! টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশায় শুরু ভারতের

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা। এ বছর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। হরমনপ্রীত কৌরদের থেকেও এমনই প্রত্যাশা। শুরুটা যদিও ভালো হল না। প্রতিযোগিতায় অভিযান শুরু করল ভারত। প্রথম প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তাদের বিরুদ্ধে খারাপ ফিল্ডিং যেমন একটা কারণ, তেমনই ব্যাটিংয়ে ডোবাল শট বাছাই। বিশাল টার্গেট তাড়া করতে নেমে খেই হারাল ভারত। মাত্র ১০২ রানেই শেষ ভারতের ইনিংস।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড ক্যাপ্টেন সোফি ডিভাইন। প্রথমে মনে হয়েছিল ভুল সিদ্ধান্ত। পরের দিকে স্পিনাররা বেশি সুবিধা পাবেন, এমনটা ধরে নেওয়া হয়েছিল। তবে ফ্লাড লাইটে পেসাররা দ্বিতীয় ইনিংসে বেশি সুবিধা পেয়েছেন। ভারতীয় পেসাররা নতুন বলে সেই অর্থে সুইং করাতে পারেনি। তুলনামূলক ভাবে সেকেন্ড ইনিংসে বেশি সুইং হয়েছে। প্রথমে ব্যাট করে ভারতকে ১৬১ রানের বিশাল টার্গেট দেয় নিউজিল্যান্ড। এর বড় কৃতিত্ব প্রাপ্য ক্যাপ্টেন সোফি ডিভাইনের। অনবদ্য হাফসেঞ্চুরির ইনিংস খেলেন। ভারতীয় বোলারদের মধ্যে কিছুটা ভরসা দিলেন প্রথম বিশ্বকাপ খেলতে নামা লেগ স্পিনার আশা শোভানা। ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেন। রেনুকা নেন ২ উইকেট।

বোর্ডে বড় রানের টার্গেট, শুরু থেকেই শট সিলেকশনে সমস্যা দেখা গিয়েছে ভারতের টপ অর্ডার ব্যাটারদের। সুইং সামলাতেও সমস্যা হয়েছে। আস্কিং রেটও বাড়তে থাকে। বড় শট খেলার দিকে বাড়তি জোর দিতে গিয়ে কোনও নির্ভরযোগ্য জুটি গড়ে উঠতে পারেনি ভারত। এর মধ্যে শুরুতেই ক্যাপ্টেন হরমনপ্রীতের উইকেটও চাপ বাড়ায়। আম্পায়ার্স কলের ফাঁদে হরমন। লেগ বিফোর হয়েছিলেন, রিভিউতে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল লেগস্টাম্প ছুঁয়ে যেতে পারত।

মাত্র ৭০ রানের মধ্যেই স্পেশালিস্ট ব্যাটাররা আউট হওয়ায় ২০ ওভার অবধি টিকে থাকাই কঠিন ছিল ভারতের জন্য। সেই আশঙ্কাই সত্যি পরিণত হল। ১৯ ওভারে ১০২ রানেই অলআউট ভারত। সর্বাধিক ১৫ রান ক্যাপ্টেন হরমনপ্রীতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =