‘নিখোঁজ’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পোস্টার ব্যারাকপুরে

ব্যারাকপুর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিখোঁজ বলে এবার পোস্টার পড়ল ব্যারাকপুর ওয়ারলেস গেট এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে। পোস্টার ঘিরে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়ে গিয়েছে। পোষ্টারে উল্লেখ, দেখতে গোলগাল, নাদুস নুদুস, বাড়ির ঠিকানা কাঁথি। এমন কোনও ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন। পোষ্টারের নীচে  সৌজন্যে হিসেবে উল্লেখ রয়েছে,  তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেল। তবে এই পোস্টার নিয়ে তৃণমূল নেতা তথা ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাসের দাবি, ‘ওরা গোষ্ঠীদ্বন্দে জেরবার। গোষ্ঠী কোন্দলের জেরেই হয়তো পোস্টার পড়েছে। এতে তৃণমূলের কেউ জড়িত নন।’ উত্তমবাবু বলেন, শুভেন্দুকে বেশি টিভির পর্দাতেই দেখা যায়। ওনার খোঁজ দিতে পারবেন দিলীপবাবু ও সুকান্তবাবুরা।

যদিও এ ব্যাপারে বিজেপির বারাকপুর সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য বলেন, ‘যারা পোষ্টার লাগিয়েছেন, তাঁরা মানসিক বিকারগ্রস্ত। গোটা রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারী দাপিয়ে বেড়াচ্ছেন। উনি তৃণমূলের মুখোশ খুলে দিচ্ছেন। তাই ওঁকে বদনাম করার চেষ্টা চলছে তৃণমূল।’ আবিষ্কারের দাবি, এটা তৃণমূলের নোংরা মানসিকতার পরিচয় মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 20 =