ভাঙড় : গুলি চলার ঘটনায় উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে। এক ব্যবসায়ীকে গুলি করে তাঁর কাছ থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বেলেদানা এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে বেলেদানা বাজারে পাইকারি হারে সব্জি কিনতে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। বাজারে পৌঁছনোর আগে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়। দু’এক কথার মধ্যে আচমকা গুলি চালায় ওই দুষ্কৃতী।
সেই সঙ্গে ব্যবসায়ীর কাছে থাকা ১৬ হাজার টাকা ছিনতাই করে রাতের অন্ধকারে পালিয়ে যায় সে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে।

