বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিলো নাবালিকাকে, বিহার থেকে উদ্ধার

হুগলি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একটি নাবালিকাকে বিহারে বিক্রি করে দেবাদেওয়া হয়েছিলো। পুলিশ তাকে উদ্ধার করেছে।

পশ্চিম বাঙাল পুলিশ এক্স এ জানিয়েছে, “বয়স মাত্র ১৫, বাড়ি হুগলি গ্রামীণ জেলা পুলিশের অন্তর্ভুক্ত তারকেশ্বর থানা এলাকায়। উত্তর ২৪ পরগণার অশোকনগর এলাকার বাসিন্দা ২৪ বছরের মিজানুর রহমান ওরফে ‘রাহুল’-এর প্রেমে পড়ে এক কিশোরী। তাকে বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত দেয় ‘রাহুল’।”

“বলা বাহুল্য, সর্বৈব মিথ্যা প্রতিশ্রুতি, যা বিশ্বাস করে বাড়ি থেকে পালায় মেয়েটি। চলতি বছরের জুলাই মাসে বিহারের পূর্ব চম্পারন জেলার স্থানীয় এক নাচের দলের কাছে মেয়েটিকে বিক্রি করে দেয় তার ‘প্রেমিক’। নাচের আড়ালে সেই দলে চলত আরও অনেক কিছুই, যার ফলে নিয়মিত যৌন নির্যাতনের শিকার হয় মেয়েটি। সেই দুঃসহ জীবন থেকে তাকে বের করে আনতে পেরেছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের অফিসাররা। সম্প্রতি একটি বিশেষ তদন্তকারী দল তিন মাসের অক্লান্ত পরিশ্রমের পর মেয়েটিকে উদ্ধার করতে পেরেছে। একই সঙ্গে গ্রেফতার হয়েছে মিজানুর, নাচের দলের মালিক চম্পারনের বাসিন্দা নন্দকিশোর কুমার, এবং তার সাগরেদ, কলকাতার তারাতলা এলাকার বাসিন্দা শ্রীরাম রায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে নাবালিকাদের বিক্রি করায় বিশেষ পারদর্শী এই চক্র।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 14 =