লরির ধাক্কায় নাবালিকার মৃত্যু, দেহ রেখে বিক্ষোভ জনতার, অবরোধ তুলতে লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: কম্পিউটার ক্লাস করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় এক নাবালিকার মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার জয়পুর থানার চাতরা মোড় এলাকায়। নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণ ও এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে রাস্তায় নাবালিকার মৃতদেহ ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। প্রশাসনের তরফে বারেবারে আশ্বাস দেওয়ার পরেও অবরোধ না ওঠায় শেষপর্যন্ত লাঠিচার্জ করে অবরোধ তোলে পুলিশ।
ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। বিষ্ণুপুরের দিক থেকে সাইকেলে চড়ে পান্না গ্রামের বছর সতেরোর শ্রাবন্তী মণ্ডল কম্পিউটার ক্লাস থেকে বাড়িতে ফিরছিল। জয়পুর থানার চাতরা মোড়ের কাছে আচমকাই উলটো দিক থেকে যাওয়া একটি লরি তাকে পিষে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ও এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। ছাত্রীর মৃতদেহ কোতুলপুর বিষ্ণুপুর রাস্তায় ফেলে রেখে অবরোধ ও বিক্ষোভ চলে প্রায় ২ ঘণ্টা। পুলিশ ও প্রশাসনের তরফে বারবার অবরোধকারীদের আশ্বাস দেওয়া হলেও তাতে কান দেননি অবরোধকারীরা। এরপরই বিশাল র‌্যাফ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে অবরোধ হঠিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 10 =