কলকাতা : শুক্রবারও সকাল সকাল ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ইডি দফতরে ঢোকার আগে
তিনি জানালেন, আদালতের নির্দেশ মেনেই তিনি এসেছেন। তাঁর কথায়, ‘‘আমার যা দায়িত্ব, সেটা করছি।’’
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় চন্দ্রনাথের। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে ইডির আবেদন খারিজ করে দিয়ে চন্দ্রনাথের আগাম জমিনের মেয়াদ বৃদ্ধি করেছে আদালত। তবে এ-ও জানিয়েছিল, তদন্তে সহযোগিতা করতে হবে চন্দ্রনাথকে।
বৃহস্পতিবার এবং শুক্রবার তাঁকে সশরীরে ইডি দফতরে হাজিরা দিতে হবে বলেও নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো বৃহস্পতিবারের পর শুক্রবারও সিজিও কমপ্লেক্সে যান বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ। সাংবাদিকদের প্রশ্নে রাজ্যের মন্ত্রী বলেন, ‘‘কোনও নথি চাওয়া হয়নি।’’ তার পরেই তাঁর জবাব, ‘‘আমাকে যা বলা হয়েছে, আমি দায়িত্ব পালন করছি।’’

