পটনা : বিহারের জামুই জেলার খৈরা প্রখণ্ডের অন্তর্গত হরখার পঞ্চায়েতের মুখিয়া মুন্না সাওয়ের বাড়িতে গতকাল গভীর রাতে পুলিশ হানা দিয়ে একটি অবৈধ অস্ত্র নির্মাণ ফ্যাক্টরির ভাণ্ডাফোড় করেছে। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে আধা-নির্মিত ও সম্পূর্ণ নির্মিত অস্ত্র ছাড়াও অস্ত্র তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
এই মামলায় পুলিশ একসঙ্গে তিনটি জায়গায় অভিযান চালিয়েছে। অভিযানে ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় হলো — মোঃ খুরশিদ আলম, মোঃ জহির (উভয়েই মুঙ্গের), বিসমিল্লাহ আলি, মোহাম্মদ গাজি আলি (উভয়েই কলকাতা) এবং জামুইয়ের রোপাবেল গ্রামের ধর্মবীর সাও (মুখিয়ার ভাতিজা)।
এই অভিযানের নেতৃত্ব দেন জামুইয়ের ডিএসপি সতীশ সুমন। পুলিশের মতে, এই চক্র দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নির্মাণ ও চোরাচালানের সাথে যুক্ত ছিল। চক্রটির নেটওয়ার্ক পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, এখানে তৈরি অস্ত্র পশ্চিমবঙ্গ পর্যন্ত সরবরাহ করা হতো।
মুখিয়া মুন্না সাওয়ের অপরাধমূলক অতীত রয়েছে এবং এবার তার বাড়ি থেকে মিনি গান ফ্যাক্টরি উদ্ধারের পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের দেয়া তথ্যের ভিত্তিতে জামুই সদর থানার কল্যাণপুর এলাকার গুড্ডু সিংয়ের বাড়িতেও অভিযান চালানো হয়, যেখানে থেকেও প্রচুর অস্ত্র, যন্ত্রপাতি ও অবৈধ সামগ্রী জব্দ করা হয়েছে। এছাড়া রোপাবেল গ্রামে তল্লাশি শেষে গরহি বাজার এলাকার একটি ব্যক্তিগত বাড়িতেও রেইড চালানো হয়। সেখান থেকেও বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে।
তিনটি স্থানেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি অভিযান এখনো চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রথমবার জামুই টাউন থানা এলাকার আদসর গ্রামে একটি গান ফ্যাক্টরি ধরা পড়েছিল এবং এবার আবার একটি বড় চক্রের ভাণ্ডাফোড় হয়েছে।

