জন্মদিনে রঙিন সাজে আইফেল টাওয়ারে মিমি

পিংক প্যান্ট, গায়ে রঙিন পশমের জ্যাকেট, পায়ে সাদা জুতো, কানে পিংক দুল। জন্মদিনে পুরোদস্তুর রঙিন মিমি চক্রবর্তী। ৩৪ বছরের জন্মদিনে পোশাকে, মনে রঙিন হয়ে আইফেল টাওয়ারের সামনে অভিনেত্রী-সাংসদ।

জন্মদিনে আইফেল টাওয়ারের সামনে নিজের স্বপ্নের ট্রিপ, জন্মদিনের খুশির ঝলক তিনি ফ্রেমবন্দি করে পাঠিয়েছেন অনুরাগীদের জন্য।সোশ্যাল সাইটে মিমির জন্মদিনের ছবি দেখছেন তাঁর ভক্তরা।

জন্মদিন সকলের কাছেই বিশেষ। নিজেকে অনুভব করার সময়, অস্তিত্ব উদ্‌যাপনের সময়। তারকা, সাংসদ মিমি চক্রবর্তীও তাঁর জন্মদিনের আগে উড়ে গিয়েছেন স্বপ্নের নগরী প্যারিসে। সোশ্যাল সাইটে খোলা চুল উড়িয়ে মিমি জন্মদিনের একগুচ্ছ পোস্ট করে লিখলেন, “বঁজুর (সুপ্রভাত)”।

জলপাইগুড়ির মফস্‌সলে বেড়ে উঠেছেন। তবে অভিনয় করবেন, ছোট থেকেই স্বপ্ন ছিল। সেই স্বপ্ন সফল হয়েছে। শুধু নায়িকা নন তিনি এখন তৃণমূল সাংসদও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 19 =