পর্বত অভিযানের ২৫ তম বর্ষে নজির গড়ল নীলকণ্ঠ অভিযাত্রী সংঘ। মানুষের পা না পড়া মাউন্ট হোয়াইট শৃঙ্গে আরোহণ এবং জয়ের ইতিহাস গড়লেন পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত সাকরা গ্রামের বাসিন্দা মিলন চ্যাটার্জি। সাহস ও অদম্য ইচ্ছেশক্তির জোরেই মিলন, সন্দীপ ও চিরঞ্জীব এর পাহাড় অভিযান সফল। পাহাড়ের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক। তাই রজত জয়ন্তী বর্ষে ইতিহাস করল নীলকণ্ঠ অভিযাত্রী সংঘ। মানুষের পা না পড়া শৃঙ্গ মাউন্ট হোয়াইট এবং তিচু কল পাসে ভারতীয় হিসেবে প্রথম পা রেখে তাক লাগিয়ে দিয়েছেন তারা। হিমাচল প্রদেশে অবস্থিত মাউন্ট ওয়াইড সিংহ, যার উচ্চতা ছ’হাজার পঞ্চাশ মিটার। অন্যটি, তিচু কল পাস। যার উচ্চতা মোটামুটি ৫ হাজার ৩৮৫ মিটার। হিমাচলের ডিবিবকরি গ্লেসিয়ারে অবস্থিত মাউন্ট হোয়াইটে কখনও কোনো পর্বতারোহীর পা পড়েনি। সেই শৃঙ্গেই আরোহণ করার পরিকল্পনা করেছিল সংঘের উনিশ জন সদস্যের অভিযাত্রী দল। গত ২৫ জুন, সকাল ৭:১৫-এ শৃঙ্গের চূড়ায় পৌঁছে যান তিন জন। তাঁরা হলেন মিলন চট্টোপাধ্যায়, সন্দীপ বসু এবং চিরঞ্জীব পাল।