কলকাতা : ভোরের শহরে ভিজে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল দুধবাহী একটি গাড়ি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ই এম বাইপাসের চিংড়িঘাটা থেকে সল্টলেক স্টেডিয়াম মুখী রাস্তায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্তোষপুর থেকে রাজাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল দুধের ভ্যানটি। ভিজে রাস্তায় পিছলে গাড়িটি আচমকাই সপাটে ধাক্কা মারে রাস্তায় মাঝের রেলিংয়ে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ভ্যানটি। যদিও চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়। গাড়ির গতি নিয়ন্ত্রিত থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। চালক নিজেই কোনক্রমে উল্টে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে আসেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের পুলিশ। তারা রেকার ভ্যানের সাহায্যে উল্টে যাওয়া গাড়িটিকে সোজা করে রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপর বাইপাসের উত্তর দিকের লেনে যান চলাচল স্বাভাবিক হয়। তবে রাস্তায় কিছুটা সময় যানজটের সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন পথচলতি যাত্রীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার কারণে রাস্তায় জল জমে পিচ্ছিল হয়ে পড়েছিল। তাই চালকদের আরও সতর্ক হয়ে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

