শ্রীনগর : পহেলগামে জঙ্গি হামলার পরেই গোটা উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সেই মতোই জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার কুলনার বাজিপোরা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে।
পাল্টা আক্রমণ করে সেনাও। এই সংঘর্ষের মধ্যেই সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হয়েছেন দু’জন জওয়ান। ওই দুই জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গুলির লড়াই এখনও চলছে। ওই এলাকায় আরও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।