মুম্বইয়ে বহুতলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এ রাজ্যের পরিযায়ী শ্রমিকের। সূত্রে খবর, নির্মীয়মাণ বহুতলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বীরভূমের রাজগ্রামের বাসিন্দা উত্তম মাল নামে এক পরিযায়ী শ্রমিকের।
মৃতের পরিবার সূত্রে খবর, দিন দশেক আগে উত্তমবাবু মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। সেখানে নির্মীয়মাণ বহুতলের খোলা ছাদে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ঘুমাচ্ছিলেন উত্তম মালও। এরপর সকালে ঘুম থেকে উঠে অন্যান্য কর্মীরা দেখতে পান উত্তম যেখানে ছিলেন সেখানে নেই। পরে নজরে আসে বিল্ডিংয়ের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর দেহ।
উত্তমবাবুর সঙ্গে যাঁরা কাজ করছিলেন তাঁরা জানান, ঘুমের ঘোরে কোনওভাবে ছাদ থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনার খবর জানার পর মৃতের স্ত্রী তাপসী মাল জানান, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত স্বামীর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। শুক্রবার ফের রাতে ফোন করবে বলেছিল। কিন্তু ওইটাই যে শেষ ফোন হবে বুঝতে পারিনি। এখন দুই ছেলেকে নিয়ে কীভাবে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে।’