গৌরবের ৬ দশকের যাত্রা শেষ, অবসর নিল মিগ ২১

নয়াদিল্লি : এ যেন ভারতের যুদ্ধ অভিযানে এক যুগের সমাপ্তি। এবার থেকে আর দেখা যাবে না আকাশ পথে। ১৯৬০-এর দশকের গোড়ার ভারতের অস্ত্র ভাণ্ডারে যোগ হয়েছিল রাশিয়ার মিগ-২১। আজ সেই অভিযানের সমাপ্তি ঘোষণা হল। শুক্রবার ২৬ সেপ্টেম্বর চণ্ডীগড়ের বিমানঘাঁটিতে সেই উপলক্ষ্যে হল অনুষ্ঠান।

প্রায় ৬ দশক ধরে আকাশে রাজত্ব করার পর শুক্রবার পথ চলা শেষ হল ভারতীয় যুদ্ধ বিমান মিগ ২১-এর । ভারতীয় বায়ুসেনার সাফল্যের নেপথ্যে এই যুদ্ধ বিমানের বড় অবদান রয়েছে । সাফল্যের সঙ্গে শত্রু পক্ষের মোকাবিলা করেছে মিগ ২১।

চন্ডীগড়ে আয়োজিত বিদায় অনুষ্ঠানে গ্যান স্যালুটে কুর্নিশ জানানো হয় লড়াকু এই যুদ্ধ বিমানকে । উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান প্রমুখ। রাজনাথ সিং বলেন, মিগ ২১-এর এই বিদায় ভারতীয় বায়ুসেনার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =