কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত, দুধের দাম কমাল আমুল

আহমেদাবাদ : মধ্যবিত্তদের জন্য কিছুটা স্বস্তি। দেশজুড়ে দুধের দাম কমাল আমুল। শুক্রবার জানা গিয়েছে, আমুল গোল্ড, আমুল তাজা এবং আমুল টি স্পেশালের এক লিটারের প্যাকেটে দুধের দাম এক টাকা করে কমানো হয়েছে। এদিন সংস্থার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নতুন দাম শুধুমাত্র এক লিটার প্যাকেটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এর আগে আমুল গোল্ডের এক লিটারের দাম ছিল ৬৬ টাকা। তা কমে হল ৬৫ টাকা। আমুল টি স্পেশালের দাম ছিল ৬২ টাকা। নতুন দাম হল ৬১ টাকা। আমুল তাজা ৫৪ টাকার বদলে হল ৫৩ টাকা। জানিয়েছেন গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ব্যবস্থাপনা পরিচালক জয়েন মেহতা।

বিশেষজ্ঞদের ধারণা, প্রতিযোগিতামূলক বাজারের কথা মাথায় রেখে এবং দ্রব্যমূল্যের বাজারে মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দিতেই সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, আমুলের এই সিদ্ধান্তের ফলে বাজারের অন্যান্য দুধের কোম্পানিগুলির উপরও কিছুটা চাপ বাড়ল এবং তারাও দাম কিছুটা কমাতে পারে বলেও মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =