মাইক্রোসফ্‌টের সমস্যায় বিশ্ব জুড়ে ব্যাহত বিমান পরিষেবা, প্রভাবিত ব্যাঙ্ক ও শেয়ার বাজারও

নয়াদিল্লি : মাইক্রোসফ্‌টের সমস্যায় বিশ্ব জুড়ে ব্যাহত হল বিমান পরিষেবা, প্রভাবিত ব্যাঙ্ক ও শেয়ার বাজারও। শুক্রবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উইন্ডোজ-এর সমস্যা নিয়ে একের পর এক অভিযোগ আসতে শুরু করে, ব্লু হয়ে যায় স্ক্রিন। তখন মাইক্রোসফ্‌ট এক বার্তায় জানিয়েছে, ‘ক্রাউডস্ট্রাইক’ আপডেট হওয়ার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। এক্স হ্যান্ডলে মাইক্রোসফ্‌ট ৩৬৫ স্টেটাস জানিয়েছে, ঘটনাটি তদন্ত করছে তারা।

এই ঘটনার জেরে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন সরকারি অফিস, ব্যাঙ্ক এবং বেসরকারি অফিসগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে। ভারতেও এর ব্যাপক প্রভাব পড়েছে। ব্যাঙ্ক, বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। স্পাইসজেট, আকাসা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পরিষেবাতেও প্রভাব পড়েছে। বিমান বাতিল এবং দেরিতে ওঠানামার মতো ঘটনাও ঘটেছে। স্পাইসজেট জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির জন্য বিমান সংক্রান্ত খবর দিতে সমস্যা হচ্ছে। তাদের তথ্যপ্রযুক্তির কর্মীরা দ্রুত এই সমস্যা মেটানোর চেষ্টা করছেন। দিল্লি, মুম্বই ও জয়পুর বিমানবন্দরেও পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানা গিয়েছে।

বিশ্বজুড়ে ‘স্তব্ধ’ মাইক্রোসফট, ঠাট্টা ইলন মাস্কের

বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজে গোলোযোগ। মাথায় হাত কোটি কোটি মাইক্রোসফট ব্যাবহারকারীর। শুক্রবার সকালে কম্পিউটার, ল্যাপটপ খুলতেই ভেসে ওঠে নীল রঙের একটি স্ক্রিন। কম্পিউটারের পরিভাষায় একে বলে, ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’।

মাইক্রোসফট বিভ্রাটের জেরে ব্যাহত ব্যাঙ্ক, বিমানবন্দরের পরিষেবা। কার্যত বন্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্বের তথ্যপ্রযুক্তি বিভাগের নিত্যনৈমিত্তিক কাজ। মাইক্রোসফট উইন্ডোজে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়ে অনেক ব্যাবহারকারী ক্ষোভ উগড়ে দিয়েছেন এক্স হ্যান্ডেলে। কেউ কেউ আবার মজা করে মিম–ও শেয়ার করেছেন এক্স -এ। মাইক্রোসফটের এমন দুর্গতি দেখে এদিন ঠাট্টা করেছেন খোদ এক্স-এর মালিক ইলন মাস্ক।

এক্স হ্যান্ডেলে এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘বাকি সবকিছু বন্ধ, এই অ্যাপটি (এক্স) এখনও কাজ করছে’। সেই পোস্ট দেখে নিজের হাসি চেপে রাখতে পারেননি খোদ মাস্ক। ওই পোস্টটি নিজের এক্স হ্যান্ডেলে হাসির ইমোজি দিয়ে শেয়ার করেছেন এক্স–এর কর্ণধার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + fourteen =