হামুন, মিধিলির পর মিগজাম। আবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অশনি সঙ্কেতের কথা শোনাল মৌসম ভবন। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের অভিমুখ স্পষ্ট নয়। তবে এর প্রভাবে আগামী ৭ দিনে তাপমাত্রা কমবে না বাংলায়। মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, আন্দামান সাগরে নতুন নিম্নচাপ ঘনীভূত হয়েছে। ২৯ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পরবর্তী ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ এখনও স্পষ্ট নয়। তবে এই ঘূর্ণিঝড় ঘনালে শীত অনেকটাই পিছোবে বাংলায়।মায়নামারের উচ্চারণে এই ঝড়ের নাম মিগজাম। এটি এখন আপাতত ভারত, বাংলাদেশ ও মায়ানমারের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। চলতি বছরে এটি চতুর্থ ঘূর্ণিঝড়। কিছুদিন আগেই মিধিলির রোষের মুখে পড়তে হয়নি বংলাকে। বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে মিধিলি। ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৮ জনের মৃত্যুরও খবর আসে। তবে বাংলার তরফেও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বাড়তি সতর্কতা নেওয়া নেওয়া হয়েছিল। এবারও তার ব্যতিক্রম নয়। কারণ যে কোনও দুর্যোগেই অশনি সঙ্কেত দেখছেন বাংলার উপকূলবর্তী জেলার মানুষগুলো। সঙ্গে রয়েছে বাঁধ নিয়ে সংশয়।