বিরাট কোহলি’কে নিয়ে বড় মন্তব্য মাইকেল ভনের

শুধু চলতি সিরিজ কেন, গত তিন বছর ধরে বিরাট কোহলির ব্যাটে তিন অঙ্কের রান নেই। যদিও মাইকেল ভন মনে করেন এজবাস্টন টেস্টে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তাঁর হারানো ছন্দ ফিরে পেতে পারেন। এর আগে এই মাঠেই শতরান করেছিলেন ‘কিং কোহলি’। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে পুরনো বিরাটকে দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন, “এজবাস্টনে যে ভারতীয় খেলোয়াড়ের ওপর সবচেয়ে বেশি নজর থাকবে, সে হল বিরাট কোহলি। কিছু বছর আগেই ও এই মাঠেই টেস্টের অন্যতম সেরা সেঞ্চুরি হাঁকিয়েছিল। আমার মতে ওর অনেকদিন ধরেই বড় রান করা বাকি রয়েছে। ও যদি ৩০ রানের গণ্ডি টপকাতে পারে, তাহলে আমার মনে হয় বহুদিন ধরে ও যে শতরানের অপেক্ষা করছে, সেটাও সমাপ্ত হবে।”


২০১৮ সালে এই মাঠে ভারত ৩১ রানে হারলেও, বিরাট প্রথম ইনিংসে ২২৫ বলে ১৪৯ রান করেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসেও ৫১ রান করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই মাঠে ভারতের টেস্ট রেকর্ড খুব খারাপ হলেও, ব্যাটার হিসেবে বিরাট নিজের জাত চিনিয়েছিলেন। তাই ছন্দ হারানো তারকাকে নিয়ে উচ্ছ্বসিত ভন।
কিন্তু প্রশ্ন হল যাবতীয় নেতিবাচক ইস্যুকে ভুলে বিরাট কি অবশেষে বহু প্রতীক্ষিত শতরান পাবেন? সেটাই এখন দেখার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − three =