মাদক উদ্ধারে বড়সড় সাফল্য। দিল্লি, পুনেতে দুই দিন ধরে অভিযান চালিয়ে ১১০০ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, বিপুল পরিমাণে মেফেড্রোন উদ্ধার করা হয়েছে, নিষিদ্ধ এই মাদক মিয়াও মিয়াও নামেই পরিচিত। এই মাদকের বাজারমূল্য আনুমানিক ২৫০০ কোটি টাকা।
পুনে পুলিশের তরফে দাবি, যে পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে তা মহারাষ্ট্র তো বটেই, দেশের মধ্যেও নজিরবিহীন বলা যায়। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক মাদক কারবারিদের সম্পর্ক রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। চলছে টানা জিজ্ঞাসাবাদ।
দু’দিন ধরে চলছিল অভিযান। এর আগে মুম্বই থেকে ওই নিষিদ্ধ মাদক প্রচুর পরিমাণে মিলেছে। তবে দিল্লি এবং পুণের এই মাদক উদ্ধার শুরু হয়েছিল তিন জনের গ্রেপ্তারি দিয়ে। প্রথমে পুনেতে মিলেছিল ৭০০ কিলোগ্রাম মিয়াও মিয়াও। তিন মাদক পাচারকারীকে ধরে পুলিশ। ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালানোর পর দিল্লির হজ খাস এলাকা থেকে আরও ৪০০ কিলোগ্রাম মাদক উদ্ধার করে পুলিশ। তার পর পুনের কুরকুম্ভ এমআইডিসি এলাকা থেকে আরও মেফেড্রোন মেলে।