মেক্সিকো: সদ্যোজাতর শরীরে ২ ইঞ্চি লম্বা লেজ! আর তা নিয়েই হইচই নেট দুনিয়ায়।
মেক্সিকোর নুয়েভো লিওনের এক হাসপাতালে সদ্য জন্ম নেওয়া এক শিশুকন্যাকে ঘিরেই এই শোরগোল। কারণ, এই শিশুকন্যা জন্মেছে এক বিশেষ বৈশিষ্ট নিয়ে। তার দেহে রয়েছে একটি অতিরিক্ত অঙ্গ , দুই ইঞ্চি লম্বা একটি লেজ। লেজটি সম্পূর্ণভাবে গঠিত বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, শিশুকন্যার দেহের সঙ্গে সংযুক্ত লেজটি ছিল নরম, ত্বকযুক্ত এবং সূক্ষ্ম সূক্ষ্ম লোম দিয়ে আবৃত। শেষের দিকটি সরু হয়ে গিয়েছিল লেজ। অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটি জন্মগ্রহণ করেছে। ডা. জোসু রুয়েদার নেতৃত্বে একদল চিকিত্সক এই অস্ত্রোপচার করেন। তাঁরা জানিয়েছেন, ওই শিশুর বাবা-মা দুজনেরই বয়স ২০-র কোঠায়। তাঁরা দুজনেই একেবারে সুস্থ। গর্ভাবস্থার পূর্ণ-মেয়াদের পরই শিশুটি জন্ম নেয়। গর্ভাবস্থায় কোনও জটিলতাও ছিল না। শিশুকন্যাটির অন্য কোনও অসুস্থতাও ছিল না। লেজটি, তার টেইলবোনের সঙ্গে সংযুক্ত ছিল। তবে, লেজটিতে কোনও স্বতঃস্ফূর্ত নড়াচড়া দেখা যায়নি। পরে একটি অস্ত্রোপচার করে লেজটি বাদ দেওয়া হয়। এই অস্ত্রোপচারে কোনও জটিলতা দেখা দেয়নি, শিশুকন্যাটিকেও একই দিনে ছেড়ে দেওয়া হয়েছিল। পরে, কাটা লেজটি বিশ্লেষণ করে চিকিৎসকরা দেখেছেন, সেটি একটি সত্যিকারের সুগঠিত লেজ। লেজটিতে পেশী, রক্তনালী এবং স্নায়ু রয়েছে, কিন্তু কোনও হাড় নেই। অন্যান্য প্রাণীদের লেজও এইভাবেই গঠিত। উল্লেখ্য, সমস্ত শিশুরই ভ্রূণ অবস্থায় লেজ থাকে। সেই থেকেই এই লেজের উদ্ভব ঘটেছে বলে মনে করছেন চিকিৎসকরা।