মেসি ম্যাজিক চলছেই, হ্যাটট্রিক করে রোনাল্ডোকে ছুঁলেন এলএম ১০

মেসি ছোঁয়ায় বদলে যাচ্ছে সব। আবার ফিরল মেসি ম্যাজিক। কোপা জয়ের পর মাঠে ফিরেই হ্যাটট্রিক। তিনটে গোল করলেন এবং দুটো করালেন। প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। তাঁর জাদুতে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা।

আন্তর্জাতিক ফুটবলে দশম হ্যাটট্রিক করে ফেললেন মেসি। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও ধরে ফেললেন আর্জেন্টাইন জাদুকর। ২০২১ সালে লুক্সেমবার্গের বিরুদ্ধে পর্তুগাল জিতেছিল ৫-০ গোলে। সেই ম্যাচে দেশের জার্সিতে দশম হ্যাটট্রিক করেছিলেন সিআর সেভেন।

আন্তর্জাতিক ফুটবলে ১৩৩ গোল করে সবার আগে রোনাল্ডো। বলিভিয়ার বিরুদ্ধে এদিন হ্যাটট্রিক করায় মেসির গোলসংখ্যা হল ১১২। এদিনের হ্যাটট্রিকের পরে ক্লাব ও দেশের হয়ে মোট ৫৮টি হ্যাটট্রিক হয়ে গেল মেসির। রোনাল্ডোর হ্যাটট্রিকের সংখ্যা ৬৬। ১৯, ৮৪ এবং ৮৬ মিনিটে গোল করেন মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + seventeen =