ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ ৭৫ তম জন্মদিন। জন্মদিনে সবচেয়ে বিশেষ উপহার তিনি পেলেন এক বিশ্ব বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের কাছ থেকে। প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার পাঠালেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। মোদীকে নিজের সই করা জার্সি পাঠালেন আর্জেন্টাইন তারকা। ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের জার্সি সই করে মোদীর জন্য পাঠিয়েছেন তিনি।
এদিকে চলতি বছরের শেষের দিকে ভারতে আসছেন মেসি। সেই সময়ই তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখাও করবেন। এমনটাই জানিয়েছেন মেসিকে ভারতে আনার উদ্যোক্তা। ১২ ডিসেম্বর মেসির ভারতে আসার কথা। ভারতে এসে মেসি মুম্বই এবং নয়াদিল্লিতে থাকবেন। তখনই মেসির মোদির সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা। ১৩ ডিসেম্বর কলকাতার ইডেনে গার্ডেন্সে অনুষ্ঠান রয়েছে তাঁর। এরপর আহমেদাবাদ উড়ে গিয়ে যোগ দেবেন দেশের অন্যতম শিল্পপতি গৌতম আদানির অনুষ্ঠানে। ১৪ ডিসেম্বর মুম্বই যাবেন তিনি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন। ১৫ ডিসেম্বর দিল্লি উড়ে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যেতে পারেন মেসি।

