লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, রড্রিগো ডি-পল, শচীন তেন্ডুলকার, সুনীল ছেত্রী একই মঞ্চে। দর্শকদের জন্য আর কী চাই। মুম্বইয়ে লিও মেসির গোট ট্যুর জমজমাট। ফুল হাউস ওয়াংখেড়ে প্রদর্শন করলেন মেসি, ডি পল, সুয়ারেজ। খুদে ফুটবলারদের সঙ্গে চুটিয়ে ফুটবল খেললেন তিন তারকাই।
হাত মেলালেন ইন্ডিয়া স্টার্স এবং মিত্রা স্টার্সের ফুটবলারদের সঙ্গে। ছেত্রী ছাড়াও দলে ছিলেন নিখিল পূজারী, রাহুল ভেকে, আশুতোষ মেহতা। মুম্বইয়ের মাঠে স্লোগান শুনে একগাল হাসিতে ভক্তদের সঙ্গে দেখা করলেন লিও। তবে একটা বিষয় স্পষ্ট, কলকাতার ঘটনা থেকে বাকি তিনটি শহর পুরোপুরি শিক্ষা নিয়ে আয়োজন করেছে মেসির সফর।
ওয়াংখেড়েতে বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সস্ত্রীক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, টাইগার শ্রফ, অজয় দেবগণ। মাঠের একটা পাশে বড় তাঁবু তৈরি করা হয়েছিল। ভিভিআইপি-রা মাঠে এসে আগে সেখানে বসলেন। মাঠের মাঝে তৈরি করা হয়েছিল বড় স্টেজ। মেসি যখন মাঠে এলেন কেউ ধারেকাছেও গেলেন না। গোটা মাঠ প্রদর্শন করলেন তিন তারকা, ফুটবল খেললেন। ভক্তদের সঙ্গে যথেষ্ট সময় কাটিয়ে নেওয়ার পর শেষে মেসি এলেন স্টেজে। এক এক করে সঞ্চালক নাম ধরে ডাকলেন তারপর তারকারা মঞ্চে এসে মেসির সঙ্গে দেখা করলেন। ওয়াংখেড়েতে মেসির সফরে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

