ডিসেম্বর শহরে মেসি জ্বর, সেজে উঠছে যুবভারতী চত্বর

ডিসেম্বরের শহরে মেসি জ্বর। আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি আসছেন কলকাতা শহরে। সেজে উঠছে গোটা যুবভারতী চত্বর। প্রিয় তারকাকে দেখার জন্য টিকিট সংগ্রহের ভিড় যুবভারতীতে। ভারত সফরে মেসি ঘুরবেন চারটি শহর; কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বই ও দিল্লি। তবে ফুটবলের শহর কলকাতায় সবচেয়ে বেশি উত্তেজনা। তাই তো দিল্লির বাসিন্দা হ‌ওয়া সত্ত্বেও কলকাতায় মেসিকে দেখতে হাজির প্রিয়াংশু অরোরা ও প্রিয়াঙ্কা কুণ্ডু। কলকাতার সেরা ফুটবল স্টেডিয়াম যুবভারতীতে মেসিকে দেখে মন ভরাতে চান তারা।

যুবভারতীতে দাঁড়িয়ে প্রিয়াংশু বলেন, “দিল্লি-মুম্ব‌ইয়ে ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। যেটা ঠিক ভাল লাগবে না। তাই কলকাতায় আসা। যুবভারতীর পরিবেশ‌ই আলাদা। যুবভারতী‌ই সেরা।“ অন্যদিকে কেরল থেকে এক যুবক এসেছেন যুবভারতীতে। তার হাতে মেসির স্টিকার বুক। স্টিকারের দাম কুড়ি টাকা করে। অনীশ অ্যান্ড্রুমল সেই টিকিট বিক্রি করছেন যুবভারতীতে চত্বরে। স্টিকারের কালেকশন বিক্রি করে টাকা জমিয়ে টিকিট কেটেছেন। এরপর যাবেন দিল্লি, মুম্বইয়েও। অ্যন্ড্রুমল জানালেন, “প্রথমে তো কেরলে আসার কথা হয়েছিল মেসির। কিন্তু তা তো আর হল না। তাই খবর পেয়েই কলকাতা চলে এসেছি।“

স্কুল ইউনিফর্ম পড়ে‌ হাজির এক পড়ুয়া। যদিও সন্তোষপুরের আদি নস্কর জানালেন তিনি রোনাল্ডো ভক্ত। মা মৃণ্ময়ী নস্কর মারাদোনার ভক্ত। মারাদোনার উত্তরসূরী হিসেবেই মেসির প্রতি ভালোলাগা। টিকিট নিয়ে মৃন্ময়ী দেবী বললেন, “মেসি কলকাতায় না এলে বিশ্বকাপ দেখতে যাওয়ার‌ই ব্যবস্থা করতাম হয়তো। কিন্তু মেসি যে কলকাতায় আসছে এটাই স্বপ্ন। ছেলেকে বললাম তুই রোনাল্ডো ফ্যান ঠিক আছে কিন্তু আমার সঙ্গে যাবি তুই। কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nineteen =