রবিবার বড়দিনে এ বছরের শেষ ‘মন কি বাত’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ছিল ৯৬ তম ‘মন কি বাত’-এর অনুষ্ঠান। এদিন বিশেষ একটি দিন সারা বিশ্বের কাছে তথা ভারতবাসীর কাছেও। তাই এদিন ‘মন কি বাত’-এ তে বক্তব্যের শুরুতেই দেশবাসীকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছাও জানান। এদিন বক্তব্যের শুরু থেকেই ২০২২ সাল দেশ কী কী কাজ সম্পন্ন করেছে, তার খতিয়ান তুলে ধরেন।পাশাপাশি উৎসবের মরশুমে কোভিড নিয়েও দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিতে দেখা যায় তাঁকে। পাশাপাশি তাঁর পরামর্শ কোভিড রুখতে আয়ুর্বেদ ও যোগার উপর ভরসা রাখার। পাশাপাশি এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৮তম জন্মদিন। এদিন প্রধানমন্ত্রী তাঁকে স্মরণ করে ওই অনুষ্ঠান থেকেই জানান, প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে তাঁর বিশেষ স্থান রয়েছে।
তবে এদিনের অনুষ্ঠানে সব থেকে বেশি জোর দেন কোভিড প্রসঙ্গে। আর ছিল রোগমুক্ত ভারতের কথা।আর সেই কারেণেই এদিন তিনি মনে করিয়ে দেন, বিশ্বে কয়েকটি দেশে করোনা ভাইরাস আবার ছড়াচ্ছে। সেই কারণে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।উল্লেখ্য,চিনে নতুন করে করানো ভাইরাস ছড়িয়েছে। শুধু তাই নয়, সেখানে ব্যাপক আকার ধারণ করেছে কোভিড। আর এই কোভিডের শুরু চিন থেকেই । কয়েক দিন আগে কেন্দ্রীয় সরকার সব রাজ্যকে কোভিড নিয়ে সতর্ক থাকতে অ্যাডভাইসরিও পাঠিয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী এদিন মন কী বাতে অনুষ্ঠানে আলোচনা করেন ব্রেস্ট ক্যান্সার নিয়েও। এই প্রসঙ্গে মোদি এও বলেন, একটি গবেষণায় উঠে এসেছে ব্রেস্ট ক্যানসার নিরাময়ে যোগা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই দেশ থেকে স্মল পক্স, পোলিও ও গিনি ওয়র্ম দূর করা হয়েছে। এরপর কালা-আজার দেশ থেকে দূর করতে হবে। পাশাপাশি তিনি এদিন এও মনে করিয়ে দেন, প্রাকৃতিক বিশ্বকে পুনরুজ্জীবিত করতে নমামি গঙ্গেকে দুনিয়ার ১০টি গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্যে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র সংঘ। সিকিমের সঙ্গে-শেরপায় ১২ হাজার ফুট উপরে পরিবেশকে সংরক্ষণের কথা তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এদিনের অনুষ্ঠানে। ২০১৪ সালে শুরুর পর থেকে স্বচ্ছ ভারত মিশন যে সাফল্য পেয়েছে তার কথাও উল্লেখ করেন।স্বচ্ছতার জন্য সম্পদের ভালো ব্যবহার হয়েছে বলেও জানান তিনি। এদিন এও জানান, ভারতীয় যুদ্ধের কৌশলে অন্যতম পুরনো মার্শাল আর্টস বিদশের মাটিতে দুবাই পুলিশের সঙ্গে যৌথভাবে যে উদ্যোগ নিয়েছে সে কথাও।