মেনকার রক্ষাকবচ প্রত্যাহার হাই কোর্টের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের রক্ষাকবচ সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। তবে আদালত সূত্রে খবর, ইডি-র পক্ষ থেকে তলব করা যে নোটিশের প্রেক্ষিতে আদালত এই রক্ষাকবচ দিয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। ফলে আগামীদিনে ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি নোটিশ পাঠালে ফের তিনি আদালতে মামলা করতে পারবেন।উল্লেখ্য,  এর আগে তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তারই প্রেক্ষিতে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় এনফোর্সমেন্ট ডিরক্টেরেট। এরপর শুক্রবার কলকাতা হাই কোর্ট জানানয়, মেনকা গম্ভীরের রক্ষাকবচ সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। তবে যদি ইডি ফের  নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য কোনও নোটিশ তাঁকে পাঠায় সেক্ষেত্রে তিনি আদালতে মামলা করতে পারবেন।

প্রসঙ্গত, এর আগে কয়লাপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।সিজিও কমপ্লেক্সে দীর্ঘ সাত ঘণ্টায় তাঁকে দুই দফায় জেরাও করা হয়।  সূত্রে খবর, এই জেরার জন্য আলাদা করে নির্দিষ্ট প্রশ্নও তৈরি করেছিলেন আধিকারিকরা। এই প্রসঙ্গে বলতেই হয়,  গত ১০ সেপ্টেম্বর ব্যাঙ্কক যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছিল মেনকাকে। সেই সময় তাঁকে জানানো হয়েছিল,ইডি-র তরফ থেকে লুক আউট নোটিশের জন্যই তাঁকে আটকানো হয়েছে।আর সেদিন তাঁকে প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরে তাঁকে বসিয়ে রাখা হয়। পরে বিমানবন্দর থেকেই ফিরতে হয় তাঁকে। এরপর ২০২২-এ মেনকাকে দিল্লিতে তলবও করেন ইডি-র আধিকারিকেরা।  আর  ইডি-র তরফ থেকে এই তলবি নোটিশ আসার পরই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। দিল্লির বদলে কলকাতা হাই কোর্টে তাঁকে জিজ্ঞাসাবাদ করার আবেদন এবং কোনও কড়া পদক্ষেপ না করার আবেদন তাঁর তরফে করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই সেই সময় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিলেন এবং দিল্লির বদলে কলকাতায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে বলেও নির্দেশ দেন বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + sixteen =