ফের হাসির খোরাক পাক ক্রিকেট: রাওয়ালপিণ্ডির ঘাসশূন্য পিচ দেখে মিম তৈরী অজি সম্প্রচারকারী সংস্থার

১৯৯৮ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়া। পূর্ণাঙ্গ সিরিজে তিনটি টেস্ট, সমসংখ্যক ওয়ানডে ম্য়াচ ও একটি টি-২০ খেলা হবে। আগামী ৪ মার্চ অর্থাৎ শুক্রবার রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি বাবর আজমের পাকিস্তান ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। রাওয়ালপিণ্ডির প্রায় ঘাসশূন্য পিচ দেখে উপহাস করল  অজি সম্প্রচারকারী সংস্থা ফক্স ক্রিকেট। পিচের ছবির ওপর পাকিস্তানের ‘রোড সাইন’ বসিয়ে মিম টুইট করল তারা। পিচ দেখে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন বলেন, ‘‘টেস্ট ম্যাচ জুড়ে আমার ভূমিকা পাল্টাতে চলেছে। কোনও কোনও সময় আসবে যখন আমাকেই টেস্টটা ধরে রাখতে হবে। আমার কাছে আক্রমণ করার সুযোগ এলে, আমি করবই। আমাদের প্রতিটা বোলার তৈরি নিজের ভূমিকা পালন করার জন্য। এমন ভাবেই দল তৈরি করা হয়েছে যে সব পরিস্থিতির জন্য তৈরি থাকব আমরা।’’

প্রায় দু’বছর বিদেশের মাটিতে টেস্ট না খেললেও পাকিস্তানে ৩-০ জেতাই লায়নদের ভাবনায়। তিনি বলেন, ‘‘আমরা খেলতে নামলে জেতার জন্যই নামি। পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ জিততে চাই।’’

অন্যদিকে সিরিজের শুরুতেই শোরগোল পড়ে গিয়েছিল নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল! সোশ্যাল মিডিয়ায় অ্যাস্টনের পার্টনার ম্যাডেলিনকে যে মেসেজ করা হয়েছে, সেখানে একটি জায়গায় লেখা হয়েছে, “এই সতর্ক বার্তা আপনার স্বামী অ্যাস্টন অ্যাগারের জন্য। সে যদি পাকিস্তান সফরে আসে তাহলে আর বেঁচে ফিরবেন না।” যদিও এই হুমকিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া।

অজি ক্রিকেট বোর্ডের এক আধিকারিক এই বিষয়ে বলেন, “সোশ্যাল মিডিয়া পোস্টের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া অবগত। এই মেসেজের বিষয়বস্তু ও প্রকৃতি তদন্ত করে দেখেছে পিসিবি, সিএ ও দুই দেশের সরকারি নিরাপত্তা এজেন্সি। এরকম সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে কোনও ঝুঁকি নেই। এর বেশি কিছু এই মুহূর্তে বলা হবে না।” প্যাট কামিন্স ও স্টিভ স্মিথরা যদিও মিডিয়াকে জানিয়েছেন যে, তাঁরা পাকিস্তানে এসে অত্যন্ত নিরাপদ অনুভব করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =