বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন বোর্ড

বুধবার  নবান্ন সভাঘরে বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হতে চলেছে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। একইসঙ্গে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিভিন্ন বণিক সভার প্রতিনিধিরাও। উপস্থিত থাকবেন কয়েকজন বিশিষ্ট শিল্পপতিও। নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে শিল্প বাণিজ্য ক্ষেত্রের প্রতিটি বিষয় নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, শিল্পপতিদের সঙ্গে কথা বলে বিনিয়োগ টানার ক্ষেত্রে আরও কী কী করা প্রয়োজন তা নিয়েও আলোচনা হবে এদিনের বৈঠকে। সঙ্গে এও জানা যাচ্ছে রাজ্যে বিনিয়োগ টানতে, একযোগে কাজ করবে ভূমি ও ভূমি সংস্কার, শ্রম,বিদ্যুৎ, শিল্পসহ ছ’টি দপ্তর। পাশাপাশি এলাকার বিনিয়োগকারীদের সুযোগ দিতেও বিশেষ পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই শিল্পে বিনিয়োগ টানতে বেশ কিছু নীতির সরলীকরণও করেছে রাজ্য। অর্থাৎ, এটা স্পষ্ট যে এদিনের ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনের বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের আগে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, এই দিনের বৈঠক থেকে শিল্পে নতুন কোনও বিনিয়োগের ঘোষণাও হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

এদিকে নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের মাধ্যমে যে বিনিয়োগগুলি রাজ্যে এসেছে, সেগুলির কাজ কতদূর এগিয়েছে, এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছ থেকে জানতে চাইতে পারেন মুখ্যমন্ত্রী।  এদিকে সূত্রে খবর, এদিনের বৈঠকের আগেই প্রতিটি সংশ্লিষ্ট দপ্তর এবং কয়েকজন জেলাশাসককে নিয়ে মঙ্গলবার বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব। পাশাপাশি এও জানা যাচ্ছে, রাজ্যে বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ করা হচ্ছে নবান্নের তরফে। রাজ্যে তিনটি ইন্ডাস্ট্রিয়াল করিডরের ধার ধরে কলকারখানা এবং বিভিন্ন সংস্থার ইউনিট স্থাপন নিশ্চিত করতে নির্দিষ্ট একটি নীতি নিয়ে আসতে চাইছে রাজ্য। মন্ত্রিসভা ছাড়পত্র দিলেই তার কার্যকর করা হবে। মূলত এক্ষেত্রে উত্তর-দক্ষিণ, কলকাতা-বারাণসী এবং খড়্গপুর ইন্ডাস্ট্রিয়াল করিডরের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 14 =