ইদের উপহার দিতে মইদুলের বাড়িতে মীনাক্ষী

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: মইদুল ইসলামের বাড়িতে হাজির হয়ে তাঁর পরিবারের হাতে ইদের উপহার তুলে দিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। আজ, মঙ্গলবার বাঁকুড়ার কোতুলপুর ব্লকের চোরকোলা গ্রামে মইদুল ইসলামের বাড়িতে হাজির হন মীনাক্ষী মুখোপাধ্যায়।
গত ২০২১ সালের গত ১১ ফেব্রুয়ারি ডিওয়াইএফআইয়ের নবান্ন অভিযান কর্মসূচিতে যোগ দেন বাঁকুড়ার চোরকোলা গ্রামের ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম। পুলিশের লাঠির আঘাতে আহত হয়ে তিনি ভর্তি হন দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে। গত ১৫ ফেব্রুয়ারি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর থেকে প্রতিবছরই নিয়ম করে ইদের আগে মইদুলের বাড়িতে হাজির হয়ে তাঁর পরিবারের হাতে ইদের উপহার তুলে দেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
মীনাক্ষীর দাবি, এটি তাঁর নিজের বাড়ি। সারাবছরই এই পরিবারের সঙ্গে তাঁরা পরিবারেরই একজন হয়ে থাকেন। তাই আলাদা করে এই পরিবারে আসার জন্য উপলক্ষের প্রয়োজন হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + fifteen =