নয়াদিল্লি : কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শনিবার দেশজুড়ে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এই কর্মবিরতির ডাক দিয়েছে দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই কর্মবিরতি, চলবে রবিবার সকাল ৬টা পর্যন্ত—টানা ২৪ ঘণ্টা।
দেশের সর্বত্র আউটডোর ও সমস্ত ধরনের প্ল্যানড অপারেশন হচ্ছে না। ছাড় দেওয়া হয়েছে শুধু জরুরি বিভাগ। তাদের সমর্থন জানিয়েছে দ্য হোমিওপ্যাথিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়াও (হোমাই)। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারাও আইএমএ-র পাশে আছে। ফলে ফের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
এদিকে, আর জি কর কাণ্ডে শনিবারও আন্দোলনে নেমেছেন ডাক্তাররা। শনিবার সকালে গুজরাটের রাজকোট সিভিল হাসপাতালের আবাসিক চিকিৎসকরা বিক্ষোভ প্রদর্শন করেন। তামিলনাড়ুর চেন্নাইয়ে রাজীব গান্ধী সরকারি জেনারেল হাসপাতাল এবং মাদ্রাজ মেডিকেল কলেজের আবাসিক ডাক্তার সমিতি বিক্ষোভ দেখায়। পাটনাতেও এইমস পাটনার ডাক্তাররা আন্দোলনে নেমেছেন।