এমবাপেকে বিশাল অঙ্কের প্রস্তাব, ফরাসি তারকাও কি সৌদি ফুটবলে?

উরোপিয়ান ফুটবল ছেড়ে অনেক তারকাই পা রাখছেন সৌদি আরবে। কাতার বিশ্বকাপের পরই সৌদি ফুটবলে জোয়ার এসেছিল। পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেন। নতুন মরসুমে বেশ কয়েকজন তারকা ফুটবলার সৌদির বিভিন্ন ক্লাবে সই করেছেন। এ বছর করিম বেঞ্জেমা, এনগোলো কান্তে, মার্সেলো ব্রোজোভিচ, রবার্তো ফির্মিনোকে সৌদি প্রো-লিগে দেখা যাবে। সেই তালিকায় কি নাম লেখাতে চলেছেন ফ্রান্সের বিশ্বজয়ী স্ট্রাইকার কিলিয়ান এমবাপে? সম্ভাবনা প্রবল। সৌদি প্রো-লিগের আর এক বড় ক্লাব আল হিলাল। এ বছর লিওনেল মেসিকে নেওয়ার চেষ্টা করেছিল তারা। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে সই করেন লিও মেসি। তাঁকে না পেয়ে আর এক তারকা কিলিয়ান এমবাপের জন্য ঝাঁপিয়েছে আল হিলাল। প্যারিস স্যঁ জ্যঁ-র সঙ্গে চুক্তিবদ্ধ এমবাপে। যদিও ক্লাবের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছে না। চুক্তি ভেঙে নতুন ক্লাবে যোগ দিতে পারেন এমবাপে। আল-হিলাল তাঁকে রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বলে খবর। পিএসজি-র তরফে নিশ্চিত করা হয়েছে, আল-হিলালের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে এমবাপেকে। চুক্তি নিয়ে পিএসজির সঙ্গে সমস্যা চলছিল এমবাপের। আগামী মরসুমে তাঁকে রিয়াল মাদ্রিদে দেখারও সম্ভাবনা তৈরি হয়েছিল। প্রাক মরসুম প্রস্তুতিতে জাপান গিয়েছে পিএসজি। যদিও সেই টিমে রাখা হয়নি এমবাপেকে। আল-হিলাল যে অর্থের প্রস্তাব দিয়েছে তাতে বিশ্বের সবচেয়ে বড় অঙ্কের চুক্তি হতে পারে এটিই। এ বার রোনাল্ডোর সঙ্গে একই লিগে দেখা যেতে পারে কিলিয়ান এমবাপেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =