স্টকহোম : গত বছরের অক্টোবরে এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার বিষয়টি আনুষ্ঠানিকভাবে কোথাও জানানো হয়নি। তবে সুইডেনে তদন্ত শুরু হওয়ার পর দেশটির বিভিন্ন গণমাধ্যম এমবাপ্পের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করেছে।
এমবাপ্পের প্রতিনিধিরা অবশ্য এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছে। এমবাপ্পে নিজেও এক সাক্ষাৎকারে এই অভিযোগটিকে মিথ্যা বলেছেন। আর রিয়াল মাদ্রিদ তারকার সেই দাবিই সত্যি হয়েছে। সুইডিশ কৌঁসুলিরা বৃহস্পতিবার এমবাপ্পেকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যহতি দিয়েছেন।
তদন্ত বন্ধ করে দেওয়ার আগে এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা জানান, স্টকহোমে সংঘটিত অভিযোগ নিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার মতো তথ্য ও প্রমাণ তাদের কাছে নেই। তাই এ কারণেই তদন্ত প্রক্রিয়া বন্ধ করা হলো।’