১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ, জানাল মাধ্যমিক শিক্ষা পর্ষদ

১৯ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলপ্রকাশ। এদিন-ই সকাল ১০টার সময় মধ্য শিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। তারপর দুপুর ১২ টা থেকে ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ওই দিনই দুপুর ১২ টা থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে সংশ্লিষ্ট স্কুলগুলিকে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। এরই পাশাপাশি কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে, তাও জানিয়ে দিয়েছে পর্ষদ। প্রসঙ্গত, ৪ মার্চ শেষ হয়েছিল এই বছরের মাধ্যমিক পরীক্ষা। তারপর থেকে প্রায় আড়াই মাসের মধ্যে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা মধ্য শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন। এর পাশাপাশি ফল দেখা যাবে আরও বেশ কয়েকটি ওয়েবসাইটে। wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com, www.results.shiksha, www.schools9.com, www.vidyavision.com, www.fastresult.in – এর মতো এই ওয়েবসাইটগুলিতেও পরীক্ষার্থীরা নিজেদের পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। এর পাশাপাশি এক্সামইটিসি.কম, মধ্যামিক রেজাল্ট ২০২৩, মাধ্যমিক রেজাল্ট, এবং ফাস্ট রেজাল্ট অ্যাপ থেকেও মাধ্যমিক পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। এই অ্যাপগুলি গুগলের প্লে-স্টোরে বিনামূল্যে পাওয়া যায়। এছাড়াও এসএএমএশ-এর মাধ্যমেও জানা যাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।
উল্লেখ্য, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মে মাসে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার টার্গেটের কথা। এরপর মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য থেকে আরও স্পষ্ট হয়েছিল সেই বার্তা। বলেছিলেন, দিন দশেকের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত সেটাই বাস্তবে হতে চলেছে। ১৯ মে হতে চলেছে মাধ্যমিকের ফলপ্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 12 =