বিজেপি প্রার্থীর সঙ্গে দূরত্ব বাড়ছেই ডিম্পলের

মইনপুরী: অবসান ঘটল কাকা-ভাইপোর মধ্যে দীর্ঘ টানাপোড়েনের। ডিম্পল যাদবের জয়ের পথে এক হল শিবপাল যাদবের দল ও সপা। বিকেল তিনটে পর্যন্ত পাওয়া খবর অনুসারে মইনপুরী আসনে বিজেপির রঘুরাজ সিং শাক্যের থেকে ২,০০,৬৮৮ টি ভোটে এগিয়ে রয়েছেন সপার ডিম্পল যাদব। আর এই এগিয়ে থাকার খবর পাওয়ার পরই সাইফাইয়ের মন্দিরে পুজো দেন সপা প্রার্থী ডিম্পল। এদিকে উত্তর প্রদেশের অন্য উপনির্বাচনে খাটাউলি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রাষ্ট্রীয় লোক দল ও সপার যৌথ প্রার্থী। আরএলডি-সপা প্রার্থী মদন ভাইয়া ৮,৮৫৭ ভোটে এগিয়ে রয়েছেন ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে। আর রামপুর কেন্দ্র থেকেও আরএলডি-সপা প্রার্থী অসীম রাজা এগিয়ে রয়েছেন।

এদিকে বিহারে রহানি বিধানসভাকেন্দ্রের উপনির্বাচনে জেডিইউ প্রার্থীকে হারিয়ে ৩,৬৪৫ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কেদার গুপ্ত।  ওড়িশায় উপনর্বাচনের ভোট গণনার ১১ তম রাউন্ড শেষে শাসক দল বিজেডির প্রার্থী বর্ষা সিং বারিহা এগিয়ে রয়েছেন ২১,৩১৫ ভোটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 4 =