কলকাতা: ফের ভয়াবহ আগুন কলকাতার বুকে। বুধবার বেলায় রাজভবনের কাছে শরাফ হাউসে বিধ্বংসী আগুন লাগে। দাউদাউ করে জ্বলে ওঠে বাড়ির চারতলার ছাদের একাংশ। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। ছাদের ওপর সেন্ট্রাল ব্যাঙ্কের ক্যান্টিন ছাড়াও ১১টি অফিস রয়েছে। এর মধ্যে ৬টি শরাফ গোষ্ঠীর অফিস। সবকটি অফিস ভস্মীভূত। স্থানীয়দের দাবি, ক্যান্টিন থেকেই আগুন ছড়ায়। কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।
ইতিমধ্যেই ভেঙে পড়েছে ছাদের একাংশ। ওপর থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ছে রাস্তায়। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। আশেপাশের গাছও পুড়তে শুরু করেছে। খবর পেয়ে রাজভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । নিজেই তদারকি করছেন। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শরাফ হাউসে বেআইনি নির্মাণের অভিযোগ করেছেন ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক।
আড়াই ঘণ্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যেভাবে আগুন জ্বলছে তাতে ভয় অনেকের, আবার একটা স্টিফেন কোর্ট হবে না তো? এদিন অগ্নিকাণ্ডের ঘটনা সরেজমিনে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যপালও। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের থেকে আগুন সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে নবান্নের উদ্দেশ্যে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।