আগুন পার্ক সার্কাসের বহুতলে

শহরে ফের অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল পার্ক সার্কাসের এক বহুতলে। দমকল এবং কলতাতা পুলিশ সূত্রে খবর, কড়েয়া থানা এলাকায় সামসুল হুদা রোডের ওই বহুতলের দ্বিতলে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় মুহূর্তেই ঘটনাস্থলে যায় দমদলের তিনটি ইঞ্জিন। এদিকে চারতলা বিল্ডিংয়ে আগুন লেগেছে তাঁর ঠিক সামনেই কোয়েস্ট মল।  ফলে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। এদিকে স্থানীয় সূত্রের খবর, আবাসনের দ্বিতলে স্বামীর সঙ্গে থাকেন এক অধ্যাপিকা। তবে যে সময় আগুন লাগে তখন ঘরে তাঁরা কেউই ছিলেন না। দুপুর ১টা কুড়ি নাগাদ বাড়ি ফিরতেই দেখেন ঘরের চারপাশ দিয়ে বের হচ্ছে ধোঁয়া। ঘরের দরজা খুলতেই দেখা যায় দাউদাউ করে জ্বলছে আগুন। এরপরই  খবর দেওয়া হয় দমকলে।

এদিকে তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে তাতে খুব একটা কাজ হয়নি। মুহূর্তেই আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায় আবাসনের গোটা দ্বিতলই। এরই মাঝে দমকলের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আবাসিকদের দ্রুত বের করে আনেন। প্রথমেই দমকলের তরফ থেকে শুরু হয় আগুন অ্যারেস্টের কাজ। যআতে আগুন আর ছড়িয়ে পড়তে না পারে। সঙ্গে চলে আগুন নেভানোর কাজও। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। শেষ পর্যন্ত প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘরের ভিতরে থাকা প্রায় সমস্ত সামগ্রীই। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই পরিবারের অনেক প্রয়োজনীয় নথিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 5 =