শিলিগুড়ি : স্ত্রী, সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির উত্তর সমরনগর এলাকার ভাড়াবাড়ি থেকে তিনজনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমেছে ভক্তিনগর থানার পুলিশ।
উত্তর সমরনগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শ্যামল রায়, টুম্পা রায়। সাত বছর আগে বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান পিন্টু রায়। বয়স ৪-৫ বছর। বিয়ের পর থেকেই এই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। শ্যামলবাবু পেশায় রাজমিস্ত্রি। টুম্পাদেবী একটি দোকানে চপ ভাজতেন। এলাকায় সজ্জন পরিবার হিসেবেই পরিচিত।
বৃহস্পতিবার সকাল থেকে টুম্পাদেবীকে ফোন করে পাননি তাঁর বাবা কালীপদ রায়। এরপর মেয়ের বাড়িতে ছুটে এসে দেখেন দরজা বন্ধ। দরজা ধাক্কা দিতে থাকেন।। কিন্তু কেউ খোলেনি। এরপর জানালা দিয়ে দেখেন জামাইয়ের ঝুলন্ত দেহ। খবর যায় পুলিশের কাছে। তারা এসে দেখে, স্ত্রী ও সন্তানের দেহ পড়ে রয়েছে ঘরে। ঝুলছে শ্যামলবাবুর দেহ।