ম্যারিয়টের ফ্যাশন-শোতে চাঁদের হাট

বিয়ে মানে দুই হৃদয়ের মেলবন্ধনের পাশাপাশি আবেগ, অনুভূতি ও সংস্কৃতির বহিপ্রকাশ। দুই পরিবারের মেলবন্ধন। বিয়ের বিশেষ মুহূর্ত স্মরণীয় করতে কলকাতায় ম্যারিয়ট গ্রুপের হোটেলেও বিশেষ ব্যবস্থা করা হয়। ‘শাদি বাই ম্যারিয়ট বনভয়’-এর তৃতীয় সংস্করণ হিসেবে ফেয়ারফিল্ড হোটেল সম্প্রতি হয়ে গেল ফ্যাশন শো। ব্রাইডাল কালেকশন-এ রকমারি শাড়ি, ল্যাহেঙ্গা, শেরওয়ানি পরে র‌্যাম্পে হাঁটলেন মডেলরা।


ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের কিউরেটর ডলি জৈন, ‘বার্লিংটনস অফ ক্যালকাটা’-র ডিজাইনার রাতুল সুদ, অভিনেত্রী নুসরত জাহান, প্রিয়াঙ্কারাতি পাল, দর্শনা বণিক, প্রাক্তন মিসেস ইন্ডিয়া বিজয়ী রিচা শর্মা, ম্যারিয়ট কলকাতার ফেয়ারফিল্ডের জেনারেল ম্যানেজার, অভিষেক সচদেব ও মার্কেট ভাইস প্রেসিডেন্ট গৌরব সিং।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =