কলকাতা : গত বুধবারে মানুষ এবং প্রকৃতির মধ্যে সুসম্পর্ক ও অস্তিত্ব সচেতনতা তৈরি করতে দ্বিতীয়বার এমন উদ্যোগ নিল মার্লিন গ্রুপ। কলকাতার প্রকৃতিকে ক্যামেরায় তুলে ধরতে নেচার ফটোগ্রাফি কনটেস্ট এর মত আকর্ষণীয় উদ্যোগ নিয়েছে এই সংস্থা। এই ফটোগ্রাফি প্রতিযোগিতার নাম মার্লিন গ্রিন ফ্রেমস ২০২৪। এই ধরনের উদ্যোগের আয়োজনের প্রধান উদ্দেশ্য হল পরিবেশ সংরক্ষণ, মানুষ এবং প্রকৃতির অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
আজ প্রিন্সটন ক্লাবে অনুষ্ঠানের অনুষ্ঠানিক ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন, মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা , দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় প্রাক্তন বন কর্মকর্তা ও বর্তমানে জাইকা এর জয়েন্ট ডিরেক্টর শ্রী মিলন মন্ডল , বিশিস্ট অধ্যাপক এবং তথ্যচিত্র পরিচালক শ্রীমতি শুভা দাস মল্লিক ও পুরস্কার বিজয়ী ফটোগ্রাফার লেখক এবং এই বছরের প্রতিযোগিতার মেন্টর সন্দিপন মুখার্জীর এবং ইন্ডিয়ান ফটোগ্রাফিক একাডেমির প্রতিষ্ঠাতা ও ফটোগ্রাফার সায়ন চৌধুরীর মত বিশিষ্টরা। এই প্রতিযোগিতার নলেজ পার্টনার হিসাবেও রয়েছেন ইন্ডিয়ান ফটোগ্রাফিক একাডেমি।
উল্লেখ্য গতবারের এই নেচার ফটোগ্রাফি প্রতিযোগিতা থেকে উঠে এসেছিল অনেক হারিয়ে যাওয়া প্রজাতির ছবি, তাদের মধ্যে ছিল, বিশেষ প্রজাতির শেয়াল ও পাখি, জংলী বিড়াল সহ কলকাতার অন্দরের পরিবেশের ছবি। চলতি বছর এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১০০ এর বেশি ফটোগ্রাফার। যাদের ছবি নিয়ে পরবর্তীতে অ্যাক্রোপলিস মলে চিত্র প্রদর্শণী করা হবে জানিয়েছেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা।